বাবা ভান্ডারীর ২ দিন ব্যাপী ওরশ শরীফ শুরু

0
411

শওকত হোসেন করিম,ফটিকছড়ি:
মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাতিœক সাধক, আওলাদে রাসূল (স:) হযরত গাউছুল আজম সৈয়্যদেনা শাহছুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল-হাচানী আল মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর (ক:)’র ৮১ তম দু’দিন ব্যাপী পবিত্র ওরশ শরীফ আজ বুধবার ও কাল বৃহস্পতিবার ( ৪ ও ৫ এপ্রিল) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্্েযাগে মহা সমারোহে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গাউছিয়া রহমান মঞ্জিল ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে । ওরশ শরীফ উপলক্ষে গতকাল হতে দেশের বিভিন্ন প্রান্ত হতে লাখো আশেকান ও ভক্তবৃন্দ বিভিন্ন যানবাহন যোগে দরবার শরীফে আসতে দেখা যায় । তাছাড়া চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক ও মাইজভান্ডার-নাজিরহাট সড়কে হাজারো যানবাহন থাকায় নাজিরহাট পৌর সদর হতে ভক্তরা মাইজভান্ডার দরবার শরীফ পর্যন্ত দীর্ঘ ৪/৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে আগত ভক্তদের মাইজভান্ডার শরীফ যেতে থাকে। মাইজভান্ডার এসে ভক্তরা গাউছিয়া রহমান মঞ্জিলে সারিবদ্ধভাবে সাজ্জাদানশীনদের সাথে সাক্ষাত করে দোয়া কামনা ও সাক্ষাতের জন্য দীর্ঘক্ষন দাড়িঁয়ে ধীরে ধীরে আগত ভক্তরা মঞ্জিলে প্রবেশ করার মূহুর্তে আবেগ ও আনন্দের বর্হিপ্রকাশ পায় । সে খান হতে বাহির হয়ে আগত ভক্তরা মাইজভান্ডার শরীফের বিভিন্ন রওজায় জেয়ারতের মাধ্যমে নিজ নিজ মনোবাসনা পূরনের জন্য কোরআন তেলোয়াত, জিকির আজকার করে মহান রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদে মশগুল থাকতে দেখা যায়। তাছাড়া ওরশ শরীফ উপলক্ষে বাবা ভান্ডারীর রওজাসহ মাইজভান্ডার এলাকায় ব্যাপক আলোকসজ্জা ও তোরণ নির্মাণ করা হয়েছে। কাল ওরশ শরীফের প্রধান দিবসে লাখো ভক্তের মিলন ঘটবে , রাতে আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও জিকির শেষে বিশ্বের সকল উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করবেন, বর্তমান সাজ্জাদানশীন শাহ ছূফি মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী (ম:জি:আ:)।
এদিকে ওরশ শরীফ সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা প্রশাসন, থানা পুলিশ, গাউছিয়া রহমান মঞ্জিলের স্বেচ্ছা সেবকবৃন্দ আইন শৃংখলা রক্ষার্থে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃংখলা রক্ষার্থে নাজিরহাট- মাইজভান্ডার সড়কসহ এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান থানার ওসি মুহাম্মদ আবু ইউসুফ মিয়া। পবিত্র ওরশ শরীফ সুষ্ট ও সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য সাংসদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী সংশি¬ষ্ট সকলের সহযোগীতা কামনা করেছেন।