বাড়ি সাত রং ফ্যান ক্লাব বামন হয়ে চাঁদে হাত

বামন হয়ে চাঁদে হাত

0
154

বামন হয়ে চাঁদে হাত, নাকি বামনের আকাশছোঁয়া প্রেম- যেভাবেই বলা হোক না কেন, অ্যানটনের প্রেমের ব্যাপারে উচ্চতা বেশ গুরুত্ব পাচ্ছে। অ্যানটন ক্রাফটের উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি। সবাই ডাকত বামন বলে। কিন্তু সেই অ্যানটনই একটা বড় রেকর্ড গড়েছেন কয়েক দিন আগে। নিজের ওজনের চেয়ে চারগুণ বেশি ওজন তুলে তিনি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বামনের খেতাব জিতেছেন।
বামন হয়ে চাঁদে হাত
সেই শক্তিশালী বামন প্রেমে পড়েছেন একেবারে আকাশছোঁয়া নারীর। তিনি প্রেম নিবেদন করেছেন ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার নারী চিনা বেলকে। এমনিতে অ্যানটনের নারীভক্তের সংখ্যা অনেক। তাদের মধ্যে অনেকেই তার সঙ্গে ঘনিষ্ঠ হতে আগ্রহী। কিন্তু তাদের আহ্বান অস্বীকার করে চিনাকেই জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নিয়েছেন অ্যানটন। কিছুদিন পরই তারা বিয়ের পিঁড়িতে বসবেন।

জন্ম ডেনমার্কে হলেও এখন ফ্লোরিডার বাসিন্দা অ্যানটন। তার সারাটা দিনই কাটে জিমে। অ্যানটনকে সবাই এখন একটি প্রশ্নই করে- এত উঁচুতে হাত বাড়াতে গেলেন কেন? মিটিমিটি হেসে ৪ ফুট ৪ ইঞ্চির ছোট্ট মানুষটার ছোট্ট উত্তর, ভালোবাসা অন্ধ তো! ইন্টারনেট