বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ

0
168

আলকরণ নূর আহ্মদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ-২০১৯ অনুষ্ঠান আজ শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক এ কে মোহাম্মদ উল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চসিক কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব ও অধ্যাপক সেলিম জাহাঙ্গীর। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসাইন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তরা বলেন প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প বাস্তবায়নে বর্তমান নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে সার্বিকভাবে প্রস্তুত হতে হবে। আজকের এই প্রজন্মের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমাদের যেখানে ব্যর্থতা,সেখান থেকে নতুন প্রজন্ম সফলতার ভীত রচনা করবে। শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি পড়ালেখায় আরো বেশি মনোযোগীতা বৃদ্ধি করতে হবে। শিক্ষার মান্নোয়নে শিক্ষক ও অভিভাবকদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ববান হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শুধুমাত্র প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত শিক্ষার উপর জোর না দিয়ে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তারা যাতে চরিত্রবান ও আলোকিত মানুষ হতে পারে সে বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখার পরামর্শ দেন। পরে বার্ষিক ক্রীড়া ও মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।