বাল্য বিয়ে থেকে রক্ষা পেতে পালিয়ে ইউএনও অফিসে

0
134

শফিউল আলম রাউজান ঃ রাউজানে প্রিয়া আকতার (১৩)নামের ৭ম শ্রেণীর ছাত্রী বাল্য বিয়ে থেকে রক্ষা পেতে পালিয়ে এসে রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজার কার্যলয়ে আশ্রয় নেয় । ৩১ অক্টোবর মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে ।রাউজান উপজেলার বড়ঠাকুর পাড়া এলাকার ৭ নং ওয়ার্ডের ফজর আলী ও মাতা শাহনাজ আকতারের কন্যা প্রিয়া আকতার পুর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী । উপে জলা নির্বাহী অফিসার শামীম হোসেন স্কুল ছাত্রী প্রিয়া আকতারের কাছ থেকে ঘটনার বিবরন শুনে অভিযুক্তদের বিরুদ্বে ব্যবস্থা গ্রহন করে ও তার লেখাপড়ার দায়িত্ব নেয় ।
রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা বলেন, প্রিয়া বিয়ের আসর থেকে পালিয়ে তার মাকে নিয়ে আমার কাছে এসে আশ্রয় নেয় । প্রিয়ার মাদাকাসক্ত পিতা ফজর আলী জোর পুর্বক তিন সন্তানের জনক ৪৫ বৎসর বয়সী এক প্রবাসীর সাথে বিয়ের আয়োজন করেন । উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেনের নির্দেশনা পেয়ে পুর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মদ গ্রাম পুলিশ সহ স্থানীয় বাসিন্দ্বাদের সহযোগিতায় বিয়ের আয়োজন পন্ড করে দেয় । তাদের উপস্থিতি টের পেয়ে প্রিয়ার পিতা ফজল আলী পালিয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন আরো বলেন মেয়েটি মেধাবী সে লেখাপড়া করার খরচ আমি বহন করবো ।