বাস্তবমুখী শিক্ষা ছাড়া কাঙ্খিত গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়

0
166

ন্যাশনাল ফাউন্ডেশন চট্টগ্রামের কৃতিশিক্ষার্থী সংবর্ধনা ও বর্ষপূর্তি অনুষ্ঠানে ডা: মো: আফছারুল আমিন এমপি

বাংলাদেশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ডা: মো: আফছারুল আমিন এমপি বলেন, সুশিক্ষা অর্জনের মাধ্যমে জাতি পারে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে। শিক্ষা ছাড়া কোন জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে প্রমাণ করার জন্য প্রয়োজন দৃঢ় মনোবল। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বাস্তবমুখী সৃজনশীল শিক্ষা অর্জনের পাশাপাশি দেশের প্রতি থাকতে হবে অকুতোভয় ভালোবাসা ও স্বনির্ভর দেশ গড়ার প্রত্যয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রতি থাকতে হবে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। ন্যাশনাল ফাউন্ডেশন কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের মনোবলকে অধিকতর প্রতিযোগিতার মানসে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছে। ন্যাশনাল ফাউন্ডেশন চট্টগ্রাম বিগত ১০ বছর বিভিন্ন কাজের মাধ্যমে অতিবাহিত করেছে যা প্রশংনীয়। শিক্ষার্জনের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে গড়ে তুলতে হবে। বর্তমান শিক্ষা বান্ধব সরকার মনে প্রানে লালন করে বাস্তবমুখী ও গবেষণামুলক শিক্ষা ছাড়া বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে কাঙ্খিত গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যেয়ে আজকের শিক্ষার্থীদেরকে আগামীর জন্য প্রস্তুত করতে শিক্ষক ও অভিভাবকদেরকে দায়িত্ব নিতে হবে। ন্যাশনাল ফাউন্ডেশন চট্টগ্রাম আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সংগঠনের ১০ম বৎসর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। নগরীর ঈদগাহ বৌ বাজারস্থ দুলহান কমিউনিটি সেন্টারে ন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মোহাম্মদ সামছুল আলমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন-৯নং উত্তর পাড়াতলী ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মো: জহুরুল আলম জসিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-২৫নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব এসএম এরশাদ উল্লাহ, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী, মুছাপুর হাজী এবি হাই স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহ্বায়ক মো: জসিম উদ্দিন ভূঁইয়া, ন্যাশনাল ফাউন্ডেশন চট্টগ্রামের এক্সিকিউটিভ কমিটির সদস্য এসএম ইব্রাহিম। এতে আরো বক্তব্য রাখেন- বৃত্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক খালেদা জাহান, রোকসানা জাহান, মো: জিয়াউল করিম, নাহিদা কুলসুম, নাজমা বেগম, রোকসানা খানম, সুফিয়া বেগম, আকাশ মাহমুদ, মো: আবুল কাশেম, হাফেজ বাহার উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য, প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবকগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নগরীর ২২১টি স্কুলের ১৬০০ শিক্ষার্থীদের মধ্যে অসাধারণ, ট্যালেন্ডপুল, সাধারণ ও বিশেষ গ্রেডে ৭৫০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, প্রাইজ ভন্ড, সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ সংগঠনের ১০ম বর্ষপূর্তির কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।