বিএনপিকে ভাঙার অপচেষ্টা আগেও সফল হয়নি এখনো হবেনা

0
103

বিএনপিকে ভাঙার অপচেষ্টা আগেও সফল হয়নি এখনো হবেনা। সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কিন্তু সরকার যতই অপচেষ্টা করুক না কেন কাউকে দল থেকে বের করে নিতে পারবে না। আর যারা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে জনগণ তাদের বিচার করবে। আজ জাতীয় প্রেসক্লাবে দলের প্রয়াত মহাসচিব আব্দুস সালাম তালুকদারের স্মরণে আব্দুস সালাম তালুকদার স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বক্তব্যের জবাবে মির্জা আলমগীর বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্প্রতি যে মন্তব্য করেছেন তা ‘সর্বৈব মিথ্যা’। ৫ই জানুয়ারির নির্বাচনের পর সৈয়দ আশরাফের সঙ্গে তার কোন ধরনের আলোচনা হয়নি। এর আগে মাত্র তিনবার সৈয়দ আশরাফের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একজন সজ্জন মানুষ, ধারণা ছিল তিনি মিথ্যা বলেন না। কিন্তু তিনি সম্প্রতি যে কমেন্টস করেছেন তা সর্বৈব মিথ্যা। উল্লেখ্য, গত ১৭ই আগস্ট এক আলোচনা অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেছিলেন, বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার অনেক রাজনৈতিক আলাপ হয়। তিনি একজন ভদ্র মানুষ। কিন্তু ফখরুলের জন্য তার দুঃখ হয়। খালেদা জিয়া ও তার ছেলে ফখরুলকে কিছুই দেবে না। মির্জা আলমগীর বলেন, সরকার সুপরিকল্পিতভাবে একদলীয় শাসনের দিকেই যাচ্ছে। পঞ্চদশ সংশোধনী, সম্প্রচার নীতিমালা এবং বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে নেয়ার উদ্যোগ এরই অংশ। আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। আয়োজক সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান প্রমুখ বক্তব্য রাখেন