বিএনপি আন্দোলনের কথা বলে জনগনকে বিভ্রান্ত করছে-নাসিম

0
73

স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি বারবার আন্দোলনের কথা বলে জনগনকে বিভ্রান্ত করছে। তারা আন্দোলনে জনগনকে সম্পৃক্ত করতে না পেরে সরকার বিরোধী যড়যন্ত্র করছে। তাদের মনে রাখতে হবে জনগন ৫ বছরের জন্য এ সরকারকে ভোট দিয়েছে। যে কারনে ২০১৯ সালের আগে এ দেশে কোন সংসদ নির্বাচন হওয়ার সুযোগ নেই। শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ও কাজিপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে চাল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকল বিভাগকে সর্তক থাকতে বলা হয়েছে। আর যারা ক্ষতিগ্রস্থ অসহায়-দরিদ্র পরিবার রয়েছে তাদের সরকারি-বেসরকারি ভাবে সাহায্য সহযোগিতা করা হবে। বন্যার কারণে আতংকিত হওয়ার কিছু নেই। আমরা বানভাসী মানুষের পাশে আছি। তাদের কোন অসুবিধা হবে না।
এসময় জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস,এম এমরান হোসেন, সিভিল সার্জন শামস উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. কে,এম হোসেন আলী হাসান, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর স্বাস্থ্যমন্ত্রী বিকেলে স্প্রিটবোর্ডযোগে যমুনা নদীর পূর্বপাড়ে গিয়ে সেখানে অবস্থিত কাজিপুর উপজেলার মাইজবাড়ি, খাসরাজবাড়ি, চরিগিরিশ, নিশ্চিন্তপুর ও তেকানী ইউনিয়নের বন্যার্তদের মধ্যে জনপ্রতি ২০ কেজি করে চাল ও নগদ অর্থ বিতরণ করেন।