বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসলে পাঁচ হাজার বোমা বিস্ফোরণ

0
114

hasanবিএনপি-জামায়াত জোট আবার ক্ষমতায় আসলে দেশে একসঙ্গে পাঁচ হাজার জায়গায় বোমা বিস্ফোরণ হবে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী ড.হাসান মাহমুদ। এছাড়া পাকিস্তানিদের খুশি করার জন্য বেগম খালেদা জিয়া জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিন পালন করেন বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার বিকেলে রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের উদালবুনিয়ায় শিলক খালের উপর নির্মিত রাবার ড্যামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘জাতি যখন শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করছিল, তখন একজন নেত্রী মিথ্যা জন্মদিন পালন করে বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন। যারা মিথ্যা জন্মদিন পালন করেন তাদের সুস্থ মানসিকতাসম্পন্ন মানুষ বলা যায় না।’

তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধী চক্র আর পাকিস্তানি প্রভুদের খুশি করার জন্য বেগম খালেদা জিয়া নিজের আসল জন্ম তারিখ বাদ দিয়ে মিথ্যা জন্ম তারিখ উদযাপন করছেন।’

২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার কথা স্মরণ করে মন্ত্রী বলেন, ‘তারা যদি আবার ক্ষমতায় আসে তাহলে এবার ৫’শ নয়, ৫ হাজার জায়গায় একসাথে বোমা হামলা হবে। আবার বাংলা ভাই সৃষ্টি হবে। বিশ্ব দরবারে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আমাদের নাম কলঙ্কিত হবে।’

কিন্তু বাংলার মানুষ বিএনপি-জামায়াতকে আর সেই সুযোগ দেবে না বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএডিসির প্রধান প্রকৌশলী খলিলুর রহমান, নির্বাহী প্রকৌশলী বাবুল কান্তি লৌদ, প্রকল্প পরিচালক হাফিজ উল্লাহ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আজম সিদ্দিকী এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

১২ কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম প্রকল্প নির্মাণের ফলে রাঙ্গুনিয়ায় প্রায় দু’হাজার একর জমি নতুনভাবে চাষাবাদের আওতায় আসবে বলে জানান মন্ত্রী।

এর আগে মন্ত্রী দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে দু’টি মায়া হরিণ অবমুক্ত করেন।