বিজিবি অভিযানে মোটসাইকেলসহ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

0
87

শামসু উদ্দীন টেকনাফ :

টেকনাফে দমদমিয়া বিজিবি।  চেকপোষ্টেথেক অভিযান চালিয়ে ৬৯ হাজার ৯শ ৬৪ পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় পাচারে জড়িত ১ ব্যক্তিকে একটি মোটর সাইকেলসহ আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮’৩০টার দিকে দমদমিয়া বিজিবি চেকপোষ্টে দায়িত্বরত জওয়ানরা একটি নাম্বার বিহীন মোটর সাইকেলে তল্লাশী চালিয়ে সীটের নীচে লুকানো ৯৯৬৪ পিচ ইয়াবা উদ্ধার করেন। এসময় পাচারে জড়িত টেকনাফ পৌরুসভার কুলাল পাড়া এলাকার মৃত সিদ্দিক আহমদের ছেলে। মোঃ সেলিম (৪২) কে আটক করা হয়।
ধৃত ব্যক্তিকে ইয়াবা ও মোটর সাইকেলসহ টেকনাফ থানায় সোপর্দ্য করে মাদক আইনে মামলা দায়ের করেছে বিজিবি।
অপরদিকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ২ ব্যাটেলিয়ন এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবুল খায়েরের নেতৃত্বে জওয়ানরা সাবরাং এলাকায় কবির মেম্বারের প্রজেক্ট সংলগ্ন নাফ নদীর কিনারায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেন। এসময় দুই পাচারকারী ইয়াবার ব্যাগ ফেলে কেওরা বাগানে পালিয়ে যায় বলে জানায় বিজিবি। জব্দ ইয়াবা টেকনাফ ব্যাটেলিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। উভয় অভিযানে জব্দ ইয়াবার মূল্য ২ কোটি ৯৮ লাখ ৯ হাজার ২শ টাকা।