বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

0
79

ফেনীফেনীর সোনাগাজী পৌরসভার চরগনেশ গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে মো. হাসান রুবেল নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মঙ্গলবার দুপুর ২টায় মারা গেছে। রুবেল ঢাকার এশিয়ান ইউনিভার্সিটির বিএসসি ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র। তার বাবা মো. এনামুল হক।

পরিবার সূত্রে জানা যায়, রুবেলের চাচাতো বোনের বিয়ে উপলক্ষ্যে বাড়ির সামনে পুকুরে একটি কৃত্রিম পোয়ারা বসানো হয়। মঙ্গলবার দুপুরে কৃত্রিম পোয়ারার সাথে একটি মাছ ভেসে উঠতে দেখে রুবেল মাছটি ধরা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘ডাক্তার মৃত ঘোষণার পরও রুবেল বেঁচে ছিল’ এমন অভিযোগে স্থানীয়রা হাসপাতাল ভাঙচুর করেছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে জানান, ডাক্তার মৃত ঘোষণার পরও রুবেল বেঁচে ছিল এমন অভিযোগে স্থানীয়রা হাসপাতাল ভাঙচুর করেছে। তবে ময়না তদন্তের পর বিষয়টি জানা যাবে।