বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করছে হাতি

0
115

ভারতের ঝাড়গ্রাম জেলার আস্থাশুলি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে৷ এই এলাকার জঙ্গলসংলগ্ন কৃষি জমি থেকে চাষিরা তেমন কোনও ফসল পাচ্ছিলেন না৷

জঙ্গল সংলগ্ন মাঠে যে কোনও ফসল চাষ করলেই বুনো হাতির দল তা খেয়ে নষ্ট করে ফেলে। বন দফতরের পক্ষ থেকে ক্ষতিপূরণও তেমন না পেয়ে নিজেরাই উদ্যোগ নিয়ে ফসল বাঁচাতে বিদ্যুতের তারের বেড়া দিয়েছিলেন। আর তার ফল হল মারাত্মক।

রাতে ধান খেতে এসে সেই বেড়ার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হল একটি বুনো হাতি৷ দিনভর পড়ে থেকে ছটফট করতে থাকল হাতিটি। দীর্ঘক্ষণ পরে বন দফতর তার চিকিৎসা শুরু করে বলে অভিযোগ৷

শনিবার রাতে চারটি হাতি চাষের জমিতে ধান খেতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাকি হাতিগুলি পালাতে সক্ষম হলেও একটি হাতি তারে জড়িয়ে পড়ে থাকে৷ এমনকী উঠে দাঁড়ানোরও ক্ষমতা ছিল না বিশালদেহী হাতিটির৷

রোববার বেলা ১০টা পর্যন্ত হাতিটি মাঠে পড়ে থেকে ছটফট করে৷ এর পরে হাতিটির চিকিৎসার জন্য বন দফতরের দল ঘটনাস্থলে পৌঁছায়। হাতির বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার একটি দৃশ্যও ইউটিউবে ভাইরাল হয়ে যায়।

দেখুন ভিডিওটি :

পিডিএসও/রিহাব