বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়িয়ে সরকার জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে

0
96

চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সভায় বক্তারা

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সভা অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলীর সভাপতিত্বে মোমিন রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্। সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, ২০-২৫ টাকার পেঁয়াজ বাড়তে বাড়তে ৯০/১০০ টাকা হলো। পেঁয়াজ যেন আজ ভিআইপি পণ্যের তালিকায় স্থান করে নিয়েছে। সিন্ডিকেট ব্যবসার মাধ্যমে পেঁয়াজসহ ভোগ্যপণ্যের দাম বাড়ানো হলেও সরকার তা নিয়ন্ত্রণে ব্যর্থ। নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় আগামী দিনে সরকারকে চরম খেসারত দিতে হবে। জনগণের ভোগান্তি বাড়িয়ে তোলার জন্য একদিন সরকারকে এর সমুচিত জবাব দিতে হবে। বিদ্যুৎ-গ্যাসের দাম দফায় দফায় বাড়িয়ে সরকার জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে বলে উল্লেখ করে ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ বলেন, বাসা-বাড়িতে চুলা জ্বলেনা, অথচ গ্যাসের দাম বাড়ানো হচ্ছে কিছুদিন পর পর। রেন্টাল-কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ খাতে লুটপাটের জন্যই বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার। গণবিরোধী পদক্ষেপের জন্য সরকারকে অচিরেই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। সভায় বক্তব্য রাখেন, মাওলানা মুহাম্মদ ওবাইদুল মোস্তফা কদম রসূলী, অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা মুহাম্মদ ইকবাল হোসাইন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম প্রমুখ।