বিদ্যুৎ লাইনের নির্মান কাজে উৎকোচ দাবী

0
59

শফিউল আলম, রাউজানঃ রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিন হিংগলা শান্তি নগর এলাকার বাসিন্দ্বা প্রবাসী আবদুর রহিম, প্রবাসী জাবের, নাসির উদ্দিন, সিএনজি চালক একরামের বসতঘরে বিদ্যুৎ লাইন না থাকায় তারা চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার বরাবরে বিদ্যুৎ লাইন নির্মান করে তাদের বসতঘরে বিদ্যুৎ পাওয়ার জন্য আবেদন করেন । তাদের আবেদনের পরিপেক্ষিতে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ চার পরিবারের বসতঘরের জন্য বিদ্যুৎ লাইন নির্মান করার জন্য টেন্ডার আহবান করেন । টেন্ডারের মাধ্যমে ঠিকাদার শহীদ বিদ্যুৎ লাইন নির্মানের কাজ নেয় । গতকাল ২৬ মে দুইটি খুটি ও বিদ্যুৎ লাইনের তার নিয়ে উপস্থিত হয় ঠিকাদার শহীদের নিয়োজিত শ্রমিক আবদুল মালেক সহ পাচঁ জন শ্রমিক । আবদুল মালেক প্রথমে গাড়ীর ভাড়া দাবী করে দুই হাজার টাকা আদায় করেন আবদুর রহিম, প্রবাসী জাবের, নাসির উদ্দিন, সিএনজি চালক একরামের কাছ থেকে । এলাকার বাসিন্দ্বা নাজিম, আনু মিয়া জানান, খুটি বসিয়ে খুটিতে তার টানানোর সময় আরো বার হাজার টাকা দাবী করেন ঠিকাদার শহীদের নিয়োজিত শ্রমিক আবদুল মালেক । এসময়ে বারো হাজার চাকা দিতে অপরাগতা প্রকাশ করেন প্রবাসী আবদুর রহিম, প্রবাসী জাবেরের পরিবারের সদস্যরা ও নাসির উদ্দিন, সিএনজি চালক একরাম । ঠিকাদোরের নিয়োজিত শ্রমিক আবদুল মালেকের দাবী করা টাকা দিতে অপারগতা প্রকাশ করার পর আবদুল মালেক ও তার সাথে থাকা শ্রমিকেরা খুটিার তার খুলে নিয়ে যেতে চাইলে এলাকার লোকজন বিক্ষুদ্ব হয়ে উঠে । এই ঘটনার পর এলাকার বাসিন্দ্বা নাজিম ফোন করে