বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ মিয়ানমারের নাগরিক গ্রেফতার

0
81

উখিয়া:
উখিয়া উপজেলার লাগোয়া ঘুমধুম ইউনিয়নের আমতলী ডেইলপাড়া সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ এক মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে ঘুমধুম পুলিশ ফাঁড়ি। এ ঘটনায় সাবেক ইউপি মেম্বার জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ইয়াবা ও মাদকের টার্নিং পয়েন্ট রাজাপালং এর ডেইলপাড়া গ্রাম এখন ইয়াবা, মাদক ও চোরাই পণ্যের হাট বসে। বানের পানির মত মিয়ানমার থেকে আসা এসব অবৈধ পণ্যের দেখবাল, পরিবহন, ব্যবসায় জড়িত হয়েছে এলাকার যুব সমাজ থেকে মহিলা পর্যন্ত এসবের মূল হোতা। রয়েছে এক শ্রেণীর পাতিনেতা ও বিএনপির সাবেক এক ইউপি সদস্য। প্রতিদিন মিয়ানমার থেকে আসা পণ্যের সূত্র ধরে গতকাল ঘুমধুম পুলিশ ফাঁড়ি ইনচার্জ এরশাদ উল্লাহর নেতৃত্বে টহলরত অবস্থায় রাত দেড়টায় ডেইলপাড়া করইবনিয়া রাজাপালং ইউনিয়নের সীমান্তে ঘুমধুম আমতলী থেকে ধাওয়া করে মিয়ানমারের থৈইংচর পাড়ার মংডুর আবুল হাশেমের পুত্র আবুল কালাম (২৫) কে বিপুল পরিমাণ মাদক, টর্চ লাইট, মদ ও অন্যান্য অবৈধ পণ্য সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার স্বীকারোক্তিতে উক্ত মালামাল রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও যুবলীগ নেতা রাসেল উদ্দিন সুজন এর মামা মুন্সী আলম ও তার ভাই রফিক আলমের বলে জানা যায়। পুলিশ জানায়, ধাওয়াকালীন অন্তত ৫/৬ জনের একটি গ্র“প পালাতে সক্ষম হয়েছে। পথঘাট জানা না থাকায় মিয়ানমার নাগরিক পালাতে পারেনি। এ ব্যাপারে মাদক ও অনধিকার প্রবেশ বিশেষ ক্ষমতা আইনে ১৪ ধারায় মামলা হয়েছে। অপরদিকে কালোবাজারিদের আইনের আওতায় আনার সুবিধার্থে আপাতত নাম প্রকাশ করছে না বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন পুলিশ।