বিশ্বখ্যাত কেলোন ফ্রিজ এবার তৈরি হবে দেশের মাটিতে

0
91

আর শুধু আমদানি নয়, বিশ্বখ্যাত কেলোন ফ্রিজ এবার তৈরি হবে দেশের মাটিতে। ‍শীঘ্রই নতুন উদ্যমে বাজারে আসছে এফ-জিkelon কেলোন হাই-টেক ইন্ডাস লিমিটেডের পণ্য জনপ্রিয় কেলোন ফ্রিজ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে কেলোন ফ্রিজের কারখানা স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। অচিরেই বর্তমানের চেয়ে আরও সুলভ মূল্যে গ্রাহকের ঘরে পৌঁছে যাবে এ ফ্রিজ।

বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আয়োজিত ইফতার ও নৈশভোজে কেলোন ফ্রিজের নতুন উদ্যমে বাজারজাতের ক্ষেত্রে চট্টগ্রামের পরিবেশকদের সহযোগিতা চেয়েছেন এফ-জি কেলোন হাই-টেক ইন্ড‍াস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জি এম খোকন খান।

চট্টগ্রাম ক্লাবের পার্টি হাউজে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রতিষ্ঠানটির উদ্ধর্তন কর্মকর্তারা ছাড়াও শ’খানেক পরিবেশক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান জি এম খোকন খান বলেন, ‘আমরা এখন দেশের মাটিতেই কেলোন ফ্রিজ প্রস্তুত করব। এ কারখানা আমরা গত বছরই চালু করতে পারতাম। কিন্তু একেবারে আমাদের নিজস্ব কিছু সমস্যার কারণে পারিনি। কিন্তু এরপরও আমরা থেমে থাকিনি। নতুনভাবে পূর্ণ উদ্যমে নতুনভাবে কারখানা স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছি। অচিরেই আমাদের কারখানা চালু হবে।’

তিনি পরিবেশকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা যে কাজে হাত দিয়েছি, তা শুধুমাত্র গ্রাহকদের কথা মাথায় রেখেই নিয়েছি। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া কোনভাবেই এ কাজে সফল হওয়া সম্ভব নয়।’

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অবসরপ্রাপ্ত মেজর জামশেদ আহমেদ পরিবেশকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা নিশ্চিত থাকতে পারেন, দেশে যে কেলোন ফ্রিজ প্রস্তুত হবে, তার মানের বিষয়ে কোন আপোষ করা হবেনা। আমাদের সঙ্গে যুক্ত থাকলে আপনারা একদিন এ পণ্য নিয়ে গর্ব করতে পারবেন। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা সবাই মিলে একদিন অনেক দূর এগিয়ে যাব।’

তিনি বলেন, ‘কারখানার জন্য ইতোমধ্যে কিছু মেশিনারিজ এসে গেছে। আরও কিছু মেশিনারিজ পাইপলাইনে আছে। আশা করছি, খুবই দ্রুততম সময়ের মধ্যে আমরা কেলোন ফ্রিজের কারখানার যাত্রা শুরু করাতে পারব।’

প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক জে জে নন্দী বলেন, ‘কারখানার মেশিনারির অর্ধেক এসে গেছে। বাকিগুলো ইউরোপে তৈরি হচ্ছে। এখনও সুলভ মূল্যে আমরা দেশের মানুষের কাছে ফ্রিজ সরবরাহ করছি। দেশে কারখানা স্থাপিত হলে আরও সুলভ মূল্যে দেব। নিয়মনীতির মধ্যে থেকে আমরা ব্যবসা পরিচালনা করব।’

এফজি-কেলোন হাই-টেক ইন্ডাস লিমিটেড বিশ্বমানের রেফ্রিজারেটর, ফ্রিজার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছাড়াও বিভিন্ন গৃহস্থালী বৈদ্যুতিক সরঞ্জামাদি বাজারজাত করে আসছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফজি-কেলোন হাই-টেক ইন্ডাস লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক শারমীন জামান।