বিশ্ববিদ্যালয় ভ্যাট দেবে কোন আইনে

0
79

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতি। এরপর ভ্যাট প্রদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে তারা।

বিশ্ববিদ্যালয় ভ্যাট দেবে কোন আইনেশুক্রবার বিকেলে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সমিতির সভাপতি শেখ কবির হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সরকার শিক্ষার্থীদের ওপরে কোন ভ্যাট নেই বলে জানিয়েছে। কিন্তু বাজেটে যে ভ্যাট আরোপ করেছে সেটা কে পরিশোধ করবে।’

তিনি বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ট্রাস্টি বোর্ডের অধীনে পরিচালিত হয়। তারাই সবকিছু ব্যয় করেন। কিন্তু বাজেটে কিংবা এনবিআরের আইনে ট্রাস্টি বোর্ডকে ভ্যাটের আওতার বাইরে রাখা হয়েছে। বিষয়টি যেহেতু এনবিআরের। সেহেতু আমরা তাদের সঙ্গে আলোচনা করবো, তারপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’