বিশ্বের সবথেকে বড় নীলা খুঁজে পেয়েছে শ্রিলঙ্কা

0
92

বিশ্বের সবথেকে বড় নীলা খুঁজে পেয়েছে শ্রিলঙ্কাবিশ্বের সবথেকে বড় আকৃতির নীলা খুঁজে পেয়েছে শ্রিলঙ্কা। নীলাটি ১৪০৪.৪৯ ক্যারটের। শ্রিলঙ্কার একটি খনি থেকে নীলাটি পাওয়া যায় ২০১৩ সালে। ১৭ কেজি ওজনের একটি পাথরখ- থেকে বের করা হয়েছিল নীলাটি। তবে এর ওজন সম্প্রতি জানা গেছে। এ খবর দিয়েছে বিবিসি। শ্রীলঙ্কার রতœ গবেষণা প্রতিষ্ঠান বলেছে, এর আগে এতো বড় নীলা আবিস্কারের কথা তাদের জানা নেই। রতœপুরা শহরের খনি থেকে আবিস্কৃত নীলাটির নামকরণ করা হয়েছে ‘দ্য স্টার অব আদম’। বিশাল আকৃতির এই নীলা পাথরের ভিত্তি মূল্য ১০ কোটি ডলার নির্ধারণ করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে এর দ্বিগুণ মূল্যে তা বিক্রি হতে পারে। নীলাটির বর্তমান মালিক নাম গোপন রাখার শর্তে বলেন, প্রথম যখন নীলাটি আমি দেখতে পাই, তখনই আমার মনে হয়েছিল, এটি হবে বিশ্বের সবচেয়ে বড় নীলা। তাই কিছুটা ঝুঁকি নিয়েই নীলাটি কিনে ফেলি। তবে কত টাকা দিয়ে তিনি নীলাটি কিনেছিলেন তা জানাতে রাজি হননি। উল্লেখ্য, শ্রিলঙ্কায় প্রতি বছর কমপক্ষে ১০ কোটি ডলারের রতœ ব্যবসা হয়ে থাকে।