বিসিবি ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ শুরু

0
55

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা বিভিন্ন ভেন্যুতে একযোগে শুরু হয়েছে।

%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%87%e0%a7%9f%e0%a6%82-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b0শুক্রবার (২৮ অক্টোবর) সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে ফেনী বনাম বান্দরবান জেলার ম্যাচ অনুষ্ঠিত হয়। ফেনী জেলা ৭৮ রানের ব্যবধানে বান্দরবান জেলাকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ফেনী জেলা পূর্ণ ওভার খেলে ৬ উইকেটের বিনিময়ে ১৮০ রান সংগ্রহ করে। জবাবে বান্দরবান ১৮১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ৩৩ ওভারের মাথায় সব উইকেট হারিয়ে ১০২ রান অর্জন করে। ফলে ৭৮ রানের বিশাল ব্যবধান রেখেই পরাজয় মেনে নেয় বান্দরবান জেলা।

এর আগে সকালে মহিলা কমপ্লেক্স মাঠে ফেনী বনাম বান্দরবান জেলার ম্যাচ উদ্বোধনের মাধ্যমে বিসিবি ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৬-১৭ চট্টগ্রাম ভেন্যুর উদ্বোধন করেন মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

এ সময় সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য ও সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক একেএম আবদুল হান্নান আকবর, বিসিবি চট্টগ্রাম ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল, সিজেকেএস ক্রিকেট কমিটির যুগ্ম-সম্পাদক শওকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিজেকেএস কাউন্সিলর ও ক্রিকেট কমিটির যুগ্ম-সম্পাদক হাসান মুরাদ বিপ্লব।