বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের মৃত্যুবার্ষিকীতে ছিল না কোনো কর্মসূচি

0
50

মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে রাঙামাটিতে ছিল না কোনো কর্মসূচি।

বুধবার (২০ এপ্রিল) দিবসটি উপলক্ষে তার সমাধিস্থল এলাকা রাঙামাটির নানিয়ারচরে ছিল না কোনো আয়োজন। তবে তার গ্রামের বাড়ি ফরিদপুরে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।

১৯৭১ সালে এই দিনে হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর থানার বুড়িঘাট এলাকায় শহীদ হন মুন্সী আব্দুর রউফ। সেখানেই তাকে সমাহিত করা হয়।

স্বাধীনতা লাভের ২৫ বছর পর ১৯৯৬ সালে মুন্সী আব্দুর রউফের সমাধিস্থল চিহ্নিত করা হয়। এরপর থেকে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হলেও মৃত্যুবার্ষিকীতে থাকে না কোনো আয়োজন।

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্য সচিব ও মুক্তিযুদ্ধের সংগঠক সুনীল কান্তি দে কোনো এ দিনটিতে কোনো আনুষ্ঠানিকতা না থাকাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, সরকারি পর্যায়ে আনুষ্ঠানিকতা পালনের উদ্যোগ নেওয়া উচিত ছিল।

তিনি বলেন, তবে সংগঠনের উদ্যোগে আমরা আগামী ২৮ এপ্রিল শহীদ পরিবারদের সংবর্ধনা দিব। সে সংবর্ধনা অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বীরত্বগাঁথা তুলে ধরা হবে।