বৃষ্টির মধ্যেই ঈদুল ফিতর উদযাপন

0
107

Screenshot_19এক মাস সিয়াম সাধনার পর আনন্দ উৎসবের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করছে দেশের মুসলমান সম্প্রদায়।
শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই দলে দলে মানুষ রাজধানীর বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে ছোটে ঈদের নামাজ আদায় করতে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত হয় সকাল ৭টায়।
বরাবরের মতো এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হয় জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়।
চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা জালালুদ্দিন আল কাদেরীর ইমামতিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, সরকারি কর্মকর্তাসহ সব শ্রেণি পেশার নানা বয়সী মানুষ ঈদগাহে নামাজ আদায় করেন।
জামাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকোলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই।
আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, ঈদের দিনে বৃষ্টি হতে পারে। আগে থেকেই প্রস্তুতি থাকায় জাতীয় ইদগাহে নামাজ আদায়ে তেমন সমস্যা হয়নি। তবে ঈদগাহ ময়দানের কিছু কিছু জায়গায় পানি জমে থাকায় সে সব এলাকা এড়িয়ে জামাতে দাঁড়ান মুসল্লিরা।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই ঈদগাহ ময়দানের বাইরে হাই কোর্টের সামনের রাস্তায় খোলা জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েন অনেকে।