বেগম জিয়া দেশ ধ্বংসের খলনায়িকা-আ জ ম নাছির

0
84

আ জ ম নাছিরচট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনে আমরা বাধা দেবো না। যখন গণতন্ত্রের নামে দেশ ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে তাকে প্রতিঘাত করবোই। তিনি আরো বলেন, দেশে সংকট নেই। নাশকতা আছে। এসব করছে বাংলাদেশের অস্থিত্ব বিপন্নকারী ৭১’এর পরাজিত শক্তি। তাদের সাথে কোন আপোষ নেই এবং বিদেশি সহায়তার প্রয়োজন নেই। আমরা জানি, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বিদেশী পরাশক্তির ভ্রুকুটি একাত্তরে বাঙালি পরোয়া করে নি। বিএনপি-জামায়তের পরিকল্পিত নাশকতা ও নৈরাজ্য বিরোধী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে সদরঘাট থানা আওয়ামী লীগের উদ্যোগে শুভপুর বাস ষ্টেশন চত্বরে অনুষ্ঠিত জনসভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশ এগিয়ে যাচ্ছে এবং সামনে আরো এগিয়ে যাবে। এই অগ্রযাত্রাকে রুদ্ধ করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাতের প্রস্তুতি আছে। আমাদের ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দেয়ার জন্য বেগম জিয়া হরতাল দিচ্ছেন। তিনি ধ্বংসের খলনায়িকা। তার অরাজনৈতিক কর্মসূচিতে জনগণের সাড়া নেই। সবকিছু স্বাভাবিক, তবে আতঙ্কে আছে পরীক্ষার্থীরা। এই অবস্থায় সরকার এস.এস.সি পরীক্ষা বার বার পেছাতে বাধ্য হচ্ছে। তিনি ঘোষণা করেন, যেখানে নাশকতা ঘটবে সেখানেই বিএনপি-জামায়তের উপর পাল্টা আঘাত হবে। তাই তিনি দলীয় নেতাকর্মীদের সার্বক্ষণিক প্রস্তুতি অব্যাহত রাখার নির্দেশ দেন।
সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি সি.ইন.সি স্পেশাল জাহাঙ্গীর চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, সম্পাদক মন্ডলীর সদস্য শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, ডা: ফয়সাল ইকবাল চৌধুরী, আবদুল আহাদ, কার্যনির্বাহী সদস্য গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, অমল মিত্র, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মোজাফর আহমদ, থানা আওয়ামী লীগের হাজী আলী বক্স, জহির আহমদ চৌধুরী, আলহাজ্ব মুনির আহমদ, নাছির উদ্দিন, আলহাজ্ব শওকত আলী, নুরুল আবছার, ওয়ার্ড আওয়ামী লীগের সালাউদ্দিন ইবনে আহমদ, বেলাল নূরী, সেলিম রেজা, গোলাম মোহাম্মদ জুবায়ের, আবছার উদ্দিন, শাহীন সরওয়ার, ছানাউল্লাহ, জসিম উদ্দিন, মহানগর ছাত্রলীগের ইমরান আহমেদ ইমু প্রমুখ।