বেগুনির বেগুনে আস্ত পোকা পেয়েছে

0
57

নগরের নিউমার্কেট মোড়ের এবিপি হোটেলের বেগুনি তৈরির বেগুনে আস্ত পোকা পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মনিটরিং টিম।

বুধবার (৬ জুন) অধিদফতরের সহকারী পরিচালক নাসরিন আক্তার বেগুনে পোকা দেখতে পান।

পোড়াতেল ব্যবহার ও পোকাযুক্ত বেগুন দিয়ে ইফতারের জনপ্রিয় উপকরণ বেগুনি তৈরির অপরাধে হোটেলটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার জামান হোটেলকে পচা-বাসি খাবার সংরক্ষণ করায় ২০ ‍হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী প‌রিচালক বিকাশ চন্দ্র দাস নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, বাসি ইফতারি সংরক্ষণ, ফ্রিজে খোলা অবস্থায় কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় চকবাজারের হোটেল চক মালঞ্চকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

এ ছাড়া ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার করে জিলাপি তৈরির জন্য মেডিকেল কলেজ পূর্ব গেটের আল মনজুর রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থ ও জনস্বাস্থ্যের বিষয় বিবেচনা করে বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানান বিকাশ চন্দ্র দাস।