বৈশাখী দেয়াল চিত্র

0
331


চলছে বাংলা পঞ্জিকার শেষ মাস চৈত্র। বাজছে নতুন বঙ্গাব্দের আগমনি বার্তা। জীর্ণতা আর পুরনো সব গস্নানি মুছে বৈশাখ বাঙালির জীবনে নিয়ে আসছে নতুন দিনের নতুন বছরের এক অনন্য আনন্দ উৎসব। বাঙালির বর্ষবরণের অন্যতম একটি আকর্ষণ দেয়াল চিত্র তথা আলপনা। যেখানে নানা প্রতীক, চিত্র আর মুখোশের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ কামনা করা হয়; প্রার্থনা করা হয় সত্য, সুন্দর এবং মঙ্গলের জন্য। ১৪২৬ বঙ্গাব্দকে বরণ করে নিতে এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হয়েছে নানা প্রস্তুতি। গতকাল প্রস্তুতির দেখা মেলে চট্টগ্রাম শিল্পকলার সামনে। এবারের কাজের দায়িত্বে রয়েছেন চারুকলার বেশ কজন শিক্ষার্থীরা। আর বিশাল এই কর্মযজ্ঞ সম্পন্ন করতে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনরাত কাজ করে যাচ্ছেন এ শিক্ষার্থীরা।