বৈশাখী সেরা কণ্ঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

0
74

 

মরহুম আবুল তালেব চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এবং ৩৪নং ওয়ার্ড শেখ রাসেল স্মৃতি সংসদ তত্ত্বাবধানে গত ১১ মে, ২০১৮ইং রোজ শুক্রবার বিকাল ৩ টায় চেরাগী পাহাড়স্থ সুপ্রভাত স্টুডিও হলে জমকালোভাবে বৈশাখী সেরা কণ্ঠ প্রতিযোগিতা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শেখ রাসেল স্মৃতি সংসদের পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার আবু মুহাম্মদ রাশেদ চৌধুরী’র সভাপতিত্বে ও শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি আফজাল হোসেন আজু’র পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু মোহাম্মদ আবছার উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক জোটের সমন্বয়ক দেওয়ান মাকসুদ, চট্টগ্রাম ব্যান্ড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. তপন কুমার দাশ, দপ্তর সম্পাদক ওমর ফারুক। উক্ত প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রতি বিভাগ থেকে তিনজন বিজয়ী হয়। যথাক্রমে ক বিভাগে ঃ প্রাচী দাশ (প্রথম), রাত্রী ধর (দ্বিতীয়) ও জয়ীতা দত্ত (তৃতীয়), খ-বিভাগ ঃ রিমি সিনহা (প্রথম), আইভী দাশ রিউ (দ্বিতীয়) ও প্রীথুলা বিশ্বাস (তৃতীয়) এবং গ-বিভাগ ঃ সনাতন দাশ (প্রথম), আপন ধর (দ্বিতীয়) ও লিজা দাশ (তৃতীয়)। এতে শেখ রাসেল স্মৃতি সংসদ জুরি বোর্ডের সিদ্ধান্ত ও দর্শকের মতামত জরিপে রক্তিম ধরকে সেরা কণ্ঠ ২০১৮ নির্বাচিত হয়। এসময় উপস্থিত ছিলেন, শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক শুভ দাশ, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, মুহাম্মদ নেজাম উদ্দিন, দেব জয় দে, সৈয়দ ইমরানুল আলম, অনিমেষ সেন, দেবরাজ দে, মিথিলা দাশ, অন্তরা ভৌমিক, নুসরাত সুলতানা প্রমুখ।