বোধন আবৃত্তি পরিষদ’র ত্রিশ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন

0
63

বোধন আবৃত্তি পরিষদ নামক একটি সংগঠনের ত্রিশ বছর পূর্তিতে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে আবৃত্তির এক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ‘আজ আমার প্রণতি গ্রহণ করো’ শীর্ষক একক আবৃত্তির এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

এতে বোধনের প্রতিষ্ঠাকালীন সংগঠক পারভেজ চৌধুরী কবিতা আবৃত্তি করে শোনান উপস্থিত দর্শকদের সামনে। সুর-ছন্দে তার এমন আবৃত্তিতে মুগদ্ধ হন দর্শকরা।

বোধন আবৃত্তি পরিষদের সভাপতি রণজিৎ রক্ষিতের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এই আবৃত্তি অনুষ্ঠান। এরপর তিনদশকের সব্যসাচী এই সংগঠককে নিয়ে দেখানো হয় একটি তথ্যচিত্র। এরপর মঞ্চে আসেন আবৃত্তি শিল্পী। গতানুগতিক আবৃত্তি চর্চার প্রথা ভেঙে তিনি তার কন্ঠের জাদুতে মুগ্ধ করেন দর্শকদের। এসময় অন্যদের মধ্যে আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ শামসুল হক, জয় গোস্বামী, আবু হাসান শাহরিয়ারসহ খ্যাতিমান কবিদের বিশটি কবিতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত আবৃত্তি শিল্পী এবং অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়।