‘বোধহীন বেদীতে বিসর্জন দেবার জন্য এই জীবন নয়’

0
90

জ্যৈষ্ঠপুরা গোলেকশ্বরী কালী মন্দিরে ধর্মসভায় বক্তারা

‘মস্তিষ্কের কথায় যদি হৃদয়ের রস না থাকে সে কথা শুষ্ক, বোধহীন বেদীতে বসে বিসর্জন দেবার জন্য এই জীবন নয়। বহি: জীবনের জলসা ক্ষণিকের উন্মাদনা সুখ দিতে পারে, তবে অন্ত জীবনের অনুভবি মনন মঞ্জুষার সন্ধান দিতে পারে না। ভালোবাসার দরজা খুলে রেখে মানবতার শীতল বায়ু প্রবেশ করিয়ে মানুষ নামের পবিত্র শব্দটিকে সুসংহত করা প্রয়োজন।

শনিবার (১৭ ফেব্্রুয়ারি) বিকেলে বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা গোলেকশ্বরী কালী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহোসৎব উপলক্ষে আয়োজিত ধর্ম সভায় বক্তারা এসব কথা বলেন।

যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথির আলোকে গোলেকশ্বরী কালী সেবা সংঘের উদ্যোগে ৪২তম বার্ষিক দুইদিনব্যাপী এ মহোৎসব উপলক্ষে আয়োজিত ধর্মসভার উদ্বোধন করেন অদুল কান্তি চৌধুরী ও অনিতা চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন তপোবন আশ্রমাধ্যক্ষ শ্রীমৎ রবীশ্বরানন্দ পুরী মহারাজ।

মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি সুব্রত নন্দী সোনার সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন শ্রীপুর-খরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, সমাজ সেবক ঝুন্টু চৌধুরী, গোলেকশ্বরী মন্দির পরিচালনা পষর্দের সভাপতি রণজিত বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি সাধন ভট্টাচার্য, সহ-সভাপতি শিবাশীষ সেন শঙ্কু, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মহোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সত্যজিৎ সেন। অনুষ্ঠান পরিচালনা করেন রাজীব দাশ। বিজ্ঞপ্তি