বোলিংয়ে বাংলাদেশ

0
138

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রোববার টি-২০ ত্রিদেশীয় সিরিজে সাকিবদের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে রান তাড়া করতে হয় বাংলাদেশকে। আফগানদের বিপক্ষেও তাই রান তাড়া করতে হবে লিটনদের।

প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ। আফগানিস্তানও জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে। তবে আফগানদের মতো দাপট বাংলাদেশ দেখাতে পারেনি। বরং জিম্বাবুয়ের বিপক্ষে আফগানদের সাবলিল জয়ের বিপরীতে কষ্টের জয় পায় বাংলাদেশ। আফগানদের বিপক্ষে সাকিবদের আজ তাই ঘুরে দাঁড়ানোর পালা। ত্রিদেশীয় সিরিজে এগিয়ে যাওয়ার পালা।

এর আগে টি-২০ ম্যাচে বাংলাদেশ-আফগানিস্তান চারবার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ ২০১৪ টি-২০ বিশ্বকাপে আফগানদের বিপক্ষে একমাত্র জয় পায়। বাকি তিনটি জয় আফগানদের। এর মধ্যে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-২০ সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করে আফগানিস্তান। এবার ঘরের মাঠে তাই ভালো খেলার চ্যালেঞ্জ বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, নাজিব তারাকা, নাজিবুল্লাহ জাদরান, আসগর আফগান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, রশিদ খান, করিম জানাত, ফরিদ মালিক, মুজিব উর রহমান।