বোয়ালখালী পৌরসভার বাজেট ঘোষণা

0
107

বাজেট ঘোষণাবোয়ালখালী প্রতিনিধি :
——————–
বোয়ালখালী পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের ৩২ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে পৌর মেয়র আবুল কালাম আবু। ৮ সেপ্টেম্বর বৃহষ্পতিবার বিকেলে পৌর কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন।
এতে ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ২৪ লক্ষ ৪৪ হাজার ১৫৫ টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ২৯ কোটি ১৬ লক্ষ ১৪ হাজার ১৫৫ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৩ লক্ষ ৩০ হাজার টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৮ লক্ষ ৯০ হাজার টাকা।
এসময় মেয়র আবু কাঙ্কিত নাগরিক সেবা নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করে সময় মত পৌর কর পরিশোধ করার জন্য পৌরবাসীর প্রতি আহবান জানান ।
প্যানেল মেয়র শাহজাদা মিজানুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এসএম জহিরুল আলম জাহাঙ্গীর, প্যানেল মেয়র মুজিবুর রহমান মুজিব, জোবাইদা বেগম, কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন চৌধুরী আবু, সোলাইমান বাবুল,সিরাজুল হক, মাহমুদুল হক, আরিফ উদ্দিন জুয়েল, নজরুল ইসলাম, শামীম আরা বেগম, পারভীন আকতার ।
প্রধান অতিথি মোসলেম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। অথচ বোয়ালখালীতে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। বিগত সময়ে যারা এমপি মন্ত্রী ছিলেন তারা বোয়ারখালীর বাইরের এলাকার হওয়ায় মাটির টান অনুভব করেনি। এরপরেও বর্তমান সময়ে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন, নদী ভাঙ্গনরোধ, পৌরসভা বাস্তবায়ন, স্যার আশুতোষ সরকারী কলেজে অনার্স কোর্স চালু, সাইক্লোন সেন্টার নির্মাণসহ বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করেছে। তিনি অচিরেই বোয়ালখালী পৌরসভাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হবার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় কালুরঘাট সেতু নির্মাণ নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন। এর আগে প্রধান অতিথি পৌরসভার নতুন ডাম্পার গাড়ীর উদ্বোধন করেন।