‘ব্যক্তির ব্যক্তিত্ব প্রতিষ্ঠিত হয় সমাজের প্রতি দায়বদ্ধতা পালনের মধ্য দিয়ে’

0
80

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, ব্যক্তির ব্যক্তিত্ব প্রতিষ্ঠিত হয় শিক্ষা, দীক্ষা ও পরিশীলিত সাংস্কৃতিবোধ, আচার-আচরণ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা পূরণের মধ্য দিয়ে। তাহলেই মনুষ্য জীবন সার্থক হয়। আশা করি তরুণ শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ নিছার উদ্দিন আহমেদ মঞ্জু ডক্টরেট ডিগ্রী অর্জনের মাধ্যমে যে অভিজ্ঞান অর্জন করেছেন তা মানুষের প্রতি ভালোবাসায় নিবেদিত হবে। আজ বিকেলে নিছার উদ্দিন আহমেদ মঞ্জু মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগের অধীনে দুটি বিষয়ে ডক্টরেট ডিগ্রী প্রাপ্তিতে তাঁকে প্রদত্ত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথাগুলো বলেন। চট্টগ্রাম জেলা শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রফেসর ড. অনুপম সেন আরো বলেন আমাদের দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি পীরাদায়ক। সর্বক্ষেত্রে রাজনৈতিক দায়বদ্ধতার অভাব রয়েছে। ফলে রাজনীতি এখন কিছু মানুষের অর্থবিত্তের হাতিয়ারে পরিণত হয়েছে। ত্যাগী ও পরীক্ষিত রাজনীতিকরা এখন পেছনের কাতারে। তারাই রাজনৈতিক শক্তির চালিকা শক্তি- এই সত্যটিকে উপলব্ধি করতে হবে। তবেই সমাজ প্রগতি ও মঙ্গল প্রতিষ্ঠিত হবে। আমি প্রত্যাশ্যা করি আজকের সংবর্ধিত ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু এই সত্যটিকে উপলব্ধি করে তাঁর অর্জিত শিক্ষা ও দীক্ষার আলোকে রাজনৈতিক দায়বদ্ধতা পালনে অগ্রণী ভূমিকা পালন করবেন। বিশেষ অতিথির বক্তব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও নারী নেত্রী আনজুমান আরা বেগম বলেছেন- নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী প্রাপ্ত হওয়ায় আমরা আনন্দিত। তিনি যে বিষয়ে গবেষণা পত্র তৈরী করেছেন তা সমাজকল্যাণে সহায়ক। শুধু ডিগ্রী প্রাপ্তিতে একজন মানুষের বড় পরিচয় হতে পারে না। বড় পরিচয় হলো তাঁর অর্জিত শিক্ষা ও জ্ঞান সমাজকে কতটুকু আলোকিত করে নিজেকে জাতির জন্য নিবেদিত করতে সক্ষম হয়েছেন। অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন আজকের এই আনন্দঘন পরিবেশে গুণীজনদের কাছ থেকে আমার সম্পর্কে যে কথাগুলো শুনলাম তা আমার জন্য আজীবন স্মরণীয় বাণী হয়ে থাকবে। সংবর্ধনায় সিক্ত হয়ে আমি পুলকিত, আমার অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। আমার প্রতি গুণীজনরা যে আশা ও প্রত্যাশ্য ব্যক্ত করেছেন তা পূরণে আমি আমৃত্যু সচেষ্ট থাকব। সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সিনিয়র সহ সভাপতি ও সাবেক ছাত্রনেতা এম এ মান্নান শিমুল বলেন আমরা সবসময় গুণী ব্যক্তিত্বকে সম্মানিত করি। ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু একজন গুণী ব্যক্তিত্ব। একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর এই ডক্টরেট ডিগ্রী অর্জনে আমি গর্বিত। আশা করি ডিগ্রী প্রাপ্তির আলোকে তিনি আমাদেরকে সাথে নিয়ে সমাজকে আলোকিত করবেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু মালয়েশিয়ার একটি সরকারী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর অবস্থিত আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে সিনেটের এক সভায় তাঁকে প্রদত্ত এই ডিগ্রি অনুমোদিত হয়। এই ডিগ্রি গবেষণা পত্রটি হচ্ছে ‘কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন আর্বান লোকাল গভর্নমেন্ট ইন বাংলাদেশ এ স্টাডি অব চিটাগাং সিটি কর্পোরেশন’। রাজনৈতিক বিজ্ঞানের অধীনে গৃহিত এই গবেষণা পত্রটি নিছার উদ্দিন আহমেদ মঞ্জু সম্পন্ন করার পর এতে সনদপ্রাপ্তির সকল শর্ত ও চাহিদা যথার্থভাবে উপস্থাপিত হওয়ায় উক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পাঠ শ্রেণির ডীন সহযোগী অধ্যাপক ড. আসান গণি আবদুল মোতালিব এবং রেক্টর স্বাক্ষরিত দু’টি সনদপত্র তাঁকে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।এ আনন্দে আমরা উদ্ভাসিত। তাঁকে আজকে সংবর্ধিত করার মাধ্যমে নিজেদেরকে ধন্য মনে করছি। তাঁর কাছে আমাদের প্রত্যাশা তিনি সংস্কৃতি চর্চা ও প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাবেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাংস্কৃতিক সম্পাদক কবি সজল দাশ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজাদ খান, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল চৌধুরী, পাঁচলাইশ থানা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো: আলী আকবর, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অলিদ চৌধুরী, জহুর আহমদ চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরফুদ্দিন চৌধুরী রাজু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইয়াছির আরাফাত, সদস্য রায়হানুল কবির শামীম, সংস্কৃতিকর্মী আসিফ ইকবাল, মুজিবুর রহমান, নাছির উদ্দিন কুতুবী, ইঞ্জি: মো: রবিন, চিন্ময় দত্ত, মো: রিয়াদ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর হাতে সম্মাননা স্মারক, ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি প্রফেসর ড. অনুপম সেন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।