ব্যাংক মালিকদের সুদের হার কমাতে বললেন প্রধানমন্ত্রী

0
68

সুদের হার কমাতে ব্যাংক মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ব্যাংকের সুদের হার কমাতে হবে। সিঙ্গেল ডিজিটে আনতে হবে। না হলে বিনিয়োগ সম্ভব নয়।

শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএবি) সদস্যদের উদ্দেশে এ কথা বলেন শেখ হাসিনা।

ব্যাংকারদের তিনি বলেন, আমরা আপনাদের উত্থাপিত সব সমস্যার সমাধান করেছি, এখন আপনাদের অঙ্গীকার পূরণ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনলে আপনারা লাভবান হবেন, এতে জনগণ ব্যাংকগুলোর সঙ্গে কাজ করতে অধিক আগ্রহী হবে। তিনি বলেন, সুদের হার না কমালে দেশে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে না এবং কর্মসংস্থান তৈরি হবে না।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৬৩ কোটি অনুদান দেয়া হয়। এ সময় বিএবির সভাপতি নজরুল ইসলাম মজুমদার, সহসভাপতি এম শহিদুল আহসান ও আরাস্তু খানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত এবং নিহতদের পরিবারের ১৪৪ জন সদস্যের কাছে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।