ব্যানারে শুধু বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি থাকবে

0
80

%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87

চট্টগ্রাম,
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এক যুক্ত বিবৃতিতে জানন আগামীকাল শনিবার লালদিঘি ময়দানে অনুষ্ঠিতব্য গণসংবর্ধনা অনুষ্ঠানকালীন সময়ে আইন-শঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে সিসি ক্যামেরার আওতায় আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারা আরো বলেন, গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদানকারী আওয়ামী লীগের থানা, ওয়ার্ড, উপজেলা পর্যায়ে মিছিলের ব্যানারে শুধুমাত্র বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ছাড়া আর কারও ছবি থাকবে না। মিছিল থেকে ব্যক্তি বিশেষের নামে স্লোগান দেয়াও যাবে না। কারো নামে কোনো সৌজন্য ব্যানারও লাগানো যাবে না। একই ভাবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের ক্ষেত্রেও একই নীতিমালা প্রযোজ্য। বিবৃতেিত স্বাক্ষর করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলার সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, মহানগরের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, উত্তর জেলার সাধারণ সম্পাদক এম.এ. সালাম ও দক্ষিণ জেলার মফিজুর রহমান।