ব্রাজিলে মানবপাচারের ঘটনায় অভিযুক্ত বাংলাদেশি গ্রেফতার

0
267

মানবপাচারের ঘটনায় অভিযুক্ত এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে ব্রাজিলের আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির বৃহত্তম নগরী সাউ পাওলোতে অভিযান চালিয়ে সাইফুল্লাহ আল মামুন নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সঙ্গে ব্রাজিলের পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জানিয়ে ব্রাজিলিয়ান ফেডারেল পুলিশ বলছে, ছয় বছর আগে শরণার্থী হয়ে ব্রাজিলে যাওয়া মামুন বিশ্বের কয়েকজন বড় মানবপাচারকারীর একজন।

আল মামুনের বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশি নাগরিকদের সাও পাওলোতে নিয়ে মানবপাচারকারী গোষ্ঠীর মাধ্যমে ব্রাজিল, পেরু, ইকুয়েডোর, কলম্বিয়া, পানামা, কোস্টারিকা, নিকারাগুয়ে, হন্ডুরাস, গুয়েতেমালা ও মেক্সিকো হয়ে তাদের যুক্তরাষ্ট্রের প্রবেশের সুযোগ করে দেন।