ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি, বিএনপি নেতা মুহিবুল্লাহর ইন্তেকাল

0
82

পটিয়া প্রতিনিধি:
পটিয়া ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এটিএম মুহিবুল্লাহ চৌধুরী (৬০) বুধবার সন্ধ্যায় ৭টায় ইন্তেকাল করেছেন। (ইন্নেলিল্লাহি…রাজিউন)। তিনি স্ত্রী, তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ২টায় পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। তিনি পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা হাজী মরহুম আবদুল হকের পুত্র। দীর্ঘদিন ধরে তিনি মরণব্যাধি ক্যান্সার রোগে ভুগছিলেন।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম আবাহনী ক্রীড়া চক্রের মহা সচিব পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক সেক্রেটারী গাজী শাহজাহান জুয়েল এমপি, সাবেক মহিলা এমপি চেমন আরা তৈয়ব, পটিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপু, জেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক বিজিএমই নেতা মোহাম্মদ নাসির, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জাপা নেতা শামসুল আলম মাস্টার, পটিয়া বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি চেয়ারম্যান, পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, জেলা বিএনপির সহ-সভাপতি এড ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, জেলা বিএনপির সহ-সভাপতি ইদ্রিস মিয়া, জেলা বিএনপির সহ সভাপতি এনামুল হক এনাম, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, জেলা বিএনপির সাবেক সেক্রেটারী এমএ রহিম, মুরশেদুল শফি হিরু, উপজেলা বিএনপির সেক্রেটারী খোরশেদ আলম, জেলা যুবদলের সভাপতি বদরুল খায়ের চৌধুরী, পটিয়া ক্লাবের সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, পৌরসভা যুবদল আহবায়ক শাহজাহান চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, যুবলীগ নেতা জমির উদ্দিন, পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা, যুবলীগ পটিয়া পৌরসভার সভাপতি নুরুল আলম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।