ব্লু-রে ডাটাব্যাঙ্ক বানাচ্ছে ফেসবুক

0
97

ফেসবুকের অসংখ্য ছবির মাত্র কয়েক শতাংশ প্রায় প্রতিদিন ব্যবহারকারীরা অ্যাকসেস করেন। বাকি বিলিয়ন বিলিয়ন ছবি টাইমলাইনের আস্তাকুঁড়েই পড়ে থাকে বছরের পর বছর। তবে তাই বলে সেগুলো ফেসবুক সার্ভার থেকে হারিয়ে যায় তা নয়, ফলে সার্ভারগুলোর বেশ দামী স্টোরেজ স্পেস বেশ অপচয় হচ্ছে প্রতি নিয়ত। এই মূহূর্তে ফেসবুক কতৃপক্ষ এই ছবিগুলোকে হার্ড-ড্রাইভ ব্যাঙ্কে রেখে দিলেও ভবিষ্যতে তারা সেগুলোকে ব্লু-রে ডিস্কে করে কোল্ড স্টোরেজে রেখে দেয়ার পরিকল্পনা করছে।
সোশ্যাল মিডিয়া জায়ান্ট কোম্পানিটি জানিয়েছে তারা ১০,০০০ ব্লু-রে ডিস্ক সমৃদ্ধ একটি পরীক্ষামূলক ডাটা কোল্ড স্টোরেজ নিয়ে গবেষণা করছে। এই স্টোরেজটি ১ পেটাবাইট তথ্য ধারণ করতে সক্ষম। ফেসবুক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট জে পারিখ এর ভাষ্যমতে, এটি ব্যবহার করে তারা সার্ভার খরচ ৫০% কমাতে পারবেন, সাথে সেগুলো চালানোর শক্তিব্যায় কমে আসবে ৮০%।
তবে ভবিষ্যতে ফেসবুক এসএসডির তৈরি সার্ভারে চলে যাওয়ার কথা মাথায় রেখেছে। তবে সেটি সত্যি হবার জন্য এসএসডির দাম বর্তমানের চাইতে অন্তত ৯০% কমে আসতে হবে।