বড় আকারের লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ

0
73

ঘূর্ণিঝড় রোয়ানু বাংলাদেশের উপকূল অতিক্রম করার পর বড় আকারের লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানু শনিবার বিকালে বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করে।
এরপরই বিকাল সাড়ে ৫টা থেকে শুধু বড় আকারের লঞ্চ চলাচলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানায় বিআইডব্লিউটিএ।

এর আগে শুক্রবার প্রতিকূল আবহাওয়ায় সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছিল সংস্থাটি।

সন্ধ্যা ৬টার দিকে সংস্থার পরিচালক (ট্রাফিক) মো. মফিজুর রহমান বলেন, “নৌ-বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত রয়েছে, তাই ৬৫ ফুটের (দৈর্ঘ্যে) বেশি লম্বার লঞ্চ চলতে পারবে। এর চেয়ে ছোট লঞ্চ চলাচলে আপাতত নিষেধাজ্ঞা রয়েছে।”

রোয়ানুর প্রভাবে সমুদ্র বন্দরে বিপদ সংকেত দেওয়ার পর শুক্রবার বিকাল থেকে সব ধরনের নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে অভ্যন্তরণী নৌ-পরিবহন কর্তৃপক্ষ।

ঘণ্টায় ৬২ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে রোয়ানু চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ শনিবার বিকালে বলেন, “ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে শুরু করে। রোয়ানু চট্টগ্রম উপকূলের সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, সীতাকুণ্ড ও ফেনী উপকূল দিয়ে স্থলভাগে উঠে এসেছে।”

ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামসহ উপকূলীয় জেলাগুলোতে বইছে ঝড়ো বাতাস, সেই সঙ্গে চলছে বৃষ্টি।