বড় গাছ ভেঙ্গে বৈদ্যুতিক খুঁটিসহ সড়কে

0
122

আসকারদীঘির পাড় এলাকায় ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সড়কে ভেঙ্গে পড়েছে বৈদ্যুতিক খুঁটিসহ একটি বড় গাছ। এতে করে কাজীর দেউড়ী- জামাল খান রোড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। পুরো এলাকায় বৈদ্যুতিক সরবরাহ বন্ধ রয়েছে।

আজ শনিবার দুপুরে একটার দিকে আসকার দীঘির পাড়স্থ আঞ্চলিক লোকপ্রশাসন অফিসের ভিতর থেকে গাছটি একটি বৈদ্যুতিক খুঁটিসহ রাস্তার উপর ভেঙ্গে পড়ে।  এতে এ সড়ক যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়।  বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ।

.

গাছ ভেঙ্গে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা। তারা গাছটি কেটে রাস্তা থেকে সরানোর কাজ করছ।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, আসকারদীঘির পাড়সহ বিভিন্ন জায়গায় গাছ-পালা ভেঙ্গে পড়েছে সেগুলো সড়ক থেকে অপসাণের কাজ চলছে।