ভরাটের কারণে কর্ণফুলী নদীর পানি ধারণ ক্ষমতা হ্রাস পেয়েছে

0
78

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫৬তম সাধারণ সভার সর্বসম্মতি সিদ্ধান্তে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, নগরীর জলাবদ্ধতা হ্রাসকল্পে বেড়িবাঁধ এলাকায় ১০টি নতুন স্লুইচ গেইট সহ পুরাতন স্লুইচ গেইটগুলোর আয়তন বৃদ্ধি করতে হবে। তিনি সভায় গৃহিত অপর এক প্রস্তাবের আলোকে বলেন, কর্ণফুলী নদীর দু’পাড় ভরাট করে স্থাপনা তৈরির কারণে কর্ণফুলী নদীর পানি ধারণ ক্ষমতা হ্রাস পেয়েছে। তিনি বলেন, কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নতুন করে ক্যাপিটাল ড্রেজিং কাজ অবিলম্বে শুরু করতে হবে। অন্যথায় জোয়ারের পানি শহরে প্রবেশ করে নগরীর স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত করতে পারে। মেয়র পানি উন্নয়ন বোর্ড ও বন্দর কর্তৃপক্ষকে এ সকল জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনার আহবান জানান। মেয়র বলেন, বিগত সাড়ে ৪ বছরে ৯ শত কোটি টাকার উন্নয়নের পাশাপাশি ২০১৪-২০১৫ অর্থ বছরে থোক বরাদ্দ ও এডিপি মিলে প্রায় ১ শত ২৫ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। তিনি বলেন, চাক্তাই খালের পাড়ে প্রস্তাবিত ২০ ফুট চওড়া রাস্তা নির্মাণ কাজ শুরু করতে সিটি কর্পোরেশন প্রস্তুত রয়েছে। ভূমি হুকুম দখল পেলেই রাস্তা নির্মাণ কাজ হাতে নেয়া হবে। মেয়র বলেন, চাক্তাই খালের পাড় ঘেঁষে রাস্তা নির্মিত হলে চাক্তাই খাল নিয়মিত শাসন করা সহজ হবে এবং ব্যয়ভার কমে যাবে। প্রসঙ্গক্রমে মেয়র বলেন, মেয়র পদের মেয়াদ প্রায় শেষ প্রান্তে চলে এসেছে, নির্বাচন কমিশন যথানিয়মে নির্বাচন করতে পারেন। তিনি বলেন, ২০১০ সনে ১৫০ কোটি টাকার দায়-দেনা নিয়ে শুরু করেছিলাম। ৯ শত কোটি টাকার উন্নয়ন কাজ করে বর্তমানে মাত্র ৮০ কোটি টাকার দায়-দেনা রয়েছে। আশা করা যায় চলতি মেয়াদেই সকল দায়-দেনা পরিশোধ করা সম্ভব হবে। মেয়র বলেন, রাজনৈতিক কারণে রাজস্ব আদায় কিছু কম হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যাবতীয় সেবা অটুট রয়েছে। জনাব মনজুর আলম বলেন, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীর যাবতীয় সেবা স্বাভাবিক গতিতেই চলমান আছে। প্রসঙ্গক্রমে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বচ্ছতার ভিত্তিতে জবাবদিহিতার মাধ্যমে সকল কর্মকান্ড সম্পাদন করছে। বিগত দিনে কর্মকান্ডের বিষয়ে সাধারণ নাগরিকদের নিকট থেকে কোন ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায় নাই । মেয়র বলেন, দায়িত্ব গ্রহণের পর হতে ৫৬টি সাধারণ সভায় সভাপতিত্ব করার সৌভাগ্য হয়েছে, বাকী ৪টি সাধারণ সভা সুষ্ঠভাবে অনুষ্ঠানে তিনি আশাবাদী। তিনি বলেন, ২০১৫ সনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪ হাজার ২ শত ৪৮ জন পরীক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশ নিচ্ছে, তাদের সকলেই এ পর্যন্ত সুস্থভাবে পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়েছে। মেয়র বলেন, বিগত সাড়ে ৪ বছরে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে ১দিনও বিলম্ব হয় নাই। এবার হাটবাজার ইজারার মাধ্যমে প্রায় ১০ কোটি টাকা আয় হয়েছে। তিনি বলেন, আলোচনা-সমালোচনা, পক্ষে-বিপক্ষে অবস্থানই সঠিক পথে চলতে সহায়ক হয়। সমালোচনাকে আন্তরিকতার সাথে গ্রহণ করে সঠিক সিদ্ধান্ত নিয়ে সেবাকে প্রাধান্য দেয়া হয়। মেয়র আগামী দিনগুলোতে সেবার স্বার্থে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। ১৮ ফেব্রুয়ারি ২০১৫খ্রি. বৃহস্পতিবার দুপুরে কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫৬তম সাধারণ সভায় বিগত ৫৫ম সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। সভায় বিগত সাধারণ সভার পর নগরীতে মৃত্যু বরণকারীদের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। সভায় সাবেক কমিশনার লেখিকা ও সমাজসেবক শামসুন্নাহার পরানের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়। সভায় স্ট্যান্ডিং কমিটি সমূহের সভার কার্যবিবরণী উপস্থাপিত হলে পর্যালোচনা সহ প্রয়োজনীয় প্রস্তাব সমূহ অনুমোদন, দরপত্র কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়।
সভায় প্যানেল মেয়র, কাউন্সিলর, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত সচিব, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগন উপস্থিত ছিলেন।