ভারতীয় চোরাই মোবাইল ফোন সেট উদ্ধার

0
132

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার সিডিএ মার্কেট (রয়েল প্লাজা) ৩য় তলার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ১৬১টি বিভিন্ন ব্রাণ্ডের ভারতীয় চোরাই মোবাইল ফোন সেট উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

গতকাল সোমবার রাতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের এ বিশেষ অভিযানে চোরাই মোবাইলের সাথে কাউকে গ্রেফতার করছে পারেনি।

তবে পুলিশ এর সাথে জড়িত ৪ জনের নাম পরিচয় প্রকাশ করেছে।

তারা হল-মোঃ আবদার উদ্দিন (২৮), নিজাম উদ্দিন (৪০), সাহল খান, (৩৩) ক্যাশিয়ার, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ ও মোঃ আরিফ (৩৭)। এদের নামে কোতোয়ালী থানায় মামলা করেছে ডিবি।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভারতে ব্যবহৃত মোবাইল ফোন চোরাচালানের মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে এনে স্বল্প দামে বাজারজাত করার উদ্দেশ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অসাধু কর্মকর্তা/কর্মচারীদের সহযোগিতায় চট্টগ্রামে আনা হয়। গোপন সংবাদের ভিক্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব সেট উদ্ধার করা হয়েছে।

অভিযানকালে এর সাথে জড়িতরা পালিয়ে যায়।