ভারতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সোহেল ফখরুদ-দীনের সম্মাননা অর্জন

0
53

চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি, ইতিহাস গবেষক ও বহুগ্রন্থ প্রনেতা সোহেল মো. ফখরুদ-দীন সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অনুষ্টিত আন্তর্জাতিক সাহিত্য উৎসব ২০১৮-এ বিশেষ স্মারক সম্মাননায় ভুষিত হয়েছেন। কলিকাতার বাংলা একাদেমির জীবনানন্দ সভাঘরে ১ সেপ্টেম্বর শনিবার এই উৎসবে ইতিহাস গবেষনায় অবদানের জন্য এই বিশেষ স্মারক সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়। ভারতের রাষ্ট্রপতির পুরুষ্কারপ্রাপ্ত বিটিশবিরোধী আন্দোলনের শতবর্ষীয় বিপ্লবী পূর্নেন্দু প্রসাদ ভট্টাচার্য ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দে সোহেল ফখরুদ-দীনের হাতে পুরস্কার তুলেদেন। উত্তর কলকাতা বাংলাভাষা চর্চা কেন্দ্রের সভাপতি নাট্যজন সাহিত্যিক জয়ন্ত রসিকের সভাপতিত্বে এই উৎসবে আরো বক্তব্য রাখেন ড. আশিস কুমার নন্দী, ড. শাহেনা জামান, বদরুদদোজা হারুন, সোহেল মো. ফখরুদ-দীন, বাবুল কান্তি দাশ, ভাস্কর ডিকে দাশ মামুন, ড. শেখ আবদুল মান্নান, ড. অমরেন্দ্রনাথ বদ্ধন, অমর কুমার দাশ, তারকনাথ দত্ত, শান্তিদেব ভট্টাচার্য প্রমুখ।