ভালোলাগা ভালোবাসা

0
100

তসলিম খাঁ
আগুনের শিখায় হাত লাগলে বেশী ব্যথা যেমন পেতে হয়
মনের কুটরিতে ব্যথা লাগলে তেমনি বেশী যাতনা সহ্য করতে হয়
যদিওবা ক্ষণিকের ব্যাথা
মনের মধ্যে রয় সে গাঁথা
যত ফুল পাপড়ি ছড়ায় সুভাসের তরে পেখম মেলে
তেমনি ভালোলাগা ভালোবাসাও হয় নিরন্তর হৃদয়ের গভীরতা পেলে
বকুল টগর জবা ও গোলাপ আরো কত ফুল
হাজারে হাজার বিশ্বময় বাগানে বাগানে মনে রাখার নেই কুল
যদিওবা ক্ষণিকের ঘ্রান
তবুও জুড়ায় মনে প্রান
ক্ষণজন্মা সে ফুল সুভাষিত করে আলোকিত করে তলাট দেখি
ফুলের সুভাষ নিতে চায় সকলে কাঁটা বিধে নিজেও জানে না সে কি!