ভুল চিকিৎসায় শিশুর মৃত্যৃর অভিযোগ

0
42

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজানের জেকে মেমোরিয়াল হাসপাতালে ভুল চিকিৎসায় চার মাস বয়সের শিশু সন্তানের মৃত্যৃ হয়েছে বলে অভিযোগ তার স্বজনদের ্। রাউজান পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম গহিরা আজিম হাবিলদার বাড়ীর বাসিন্দ্বা মাওলানা জসিম উদ্দিন ও তার স্ত্রী পারভিন আকতার অভিযোগ করে বলেন, তাদের চার মাস বয়সের শিশু সন্তান স্ফাায়েত উল্ল্যাহ শ^াসকষ্ট রোগে আক্রান্ত হলে ২১ আগষ্ট মঙ্গলবার বিকালে তাকে রাউজানের গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার জন নিয়ে আসে । জেকে মেমোরিয়াল হাসপাতালের র্কতব্যরত চিকিৎসক জগদিশ বড়–য়া,চার মাস বয়সের শিশু সাফায়েত উল্ল্যাহকে চিকিৎসা করে । শিশু সাফায়েত উল্ল্রাহকে হাসপাতালে ওয়ার্ডে নিয়ে যায় । ওয়ার্ডের মধ্যে দায়িত্বরত র্নাস সাফায়েত উল্লাহকে অডিওতে নিয়ে গিয়ে শিশু সাফায়েত উল্লাহর শরীরে ইনজেকশন পুশ করে ও তার শরীরে স্যালাইন পুশ করে । শিশু সাফায়েত উল্ল্যাহর শরীরে ইনজেকশন পুশ করার পর শিশু সাফায়েত উল্ল্রাহ মৃত্যুর কোলে ঢলে পড়ে । শিশু সাফায়েত উল্ল্রাহর মাতা পারভিন আকবার অভিযোগ করে বলেন, তার শিশু সন্তানকে ভুল চিকিৎসার করা ফলে তার মৃত্যু হয়েছে । পারভিন আকতার আরো বলেন, তার প্রথমে সন্তান হওয়ার পর ঐ সন্তান মারা যায় । শিশু সাফায়েত উল্ল্যাহ চার মাস পুর্বে জম্ম গ্রহন করে । শিশু সাফায়েত উল্ল্রাহ জম্ম নেওয়ার সময়ে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হলে পারভিন আকতারকে সিজার করে । শিশু সাফায়েত উল্ল্যাহর মৃত্যুর সংবাদ শুনে তার স্বজনেরা সহ এলাকার লোকজন এসে আজ সন্দ্ব্যায় হাসপাতালে বিক্ষুদ্ব হয়ে উঠে । এ ব্যাপারে জেকে মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক ডাঃ জগদিশ বড়–য়ার কাছে জানতে চাইলে ডাঃ জগদিশ বড়–য়া বলেন, ভুল চিকিৎসায় শিশু সাফায়েত উল্ল্যাহর মৃত্যু হওয়ার অভিযোগ মিথ্যা। শিশু সাফায়েত উল্ল্যাহ নিমেনিয়া রোগে আক্রান্ত ছিল, তার অবস্থা খুবই খারাপ ছিল । এই অবস্থায় তাকে চিকিৎসা করার সময়ে শিশু সাফায়েত উল্ল্রাহর মৃত্যু হয় ।