ভ্রাম্যমাণ অভিযানে জরিমানা ও নতুন লাইন্সেস ইস্যু

0
51

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নগরের কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকায় রাজস্ব সার্কেল-৪ এর আওতায় জলসা মার্কেট, তামাকুমণ্ডি লেইনের হাসিনা শপিং সেন্টার ও বিনিময় শপিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।

মঙ্গলবার (২২ মে) সকালের এই অভিযানে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা এবং লাইন্সেস নবায়ন না করায় ২৭টি লাইসেন্সের বকেয়া ফিসহ ৬৯ হাজার টাকা আদায় করা হয়েছে।পরে লাইসেন্সহীনদের তাৎক্ষণিক ১৩টি নতুন লাইসেন্স ইস্যু করা হয়।

লাইসেন্স না করার অপরাধে হাসিনা শপিং সেন্টারে ট্রেড ডিউর প্লাস নামের দোকানের মালিকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস।

এছাড়া নগরের তামাকুমুণ্ডি লেইনের বিনিময় সেন্টার ও জলসা মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে সিটি কর্পোরেশনের রাজস্ব সার্কেল-৪ এর কর কর্মকর্তা, উপ-কর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ও নগর পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।