মন্ত্রীদের কার ঈদ কোথায়

0
78

দেশবাসী যাতে ‘শান্তিপূর্ণভাবে’ ঈদ উদযাপন করতে পারে সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বাস দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

সেইসঙ্গে দেশবাসীকে বাড়ি ফেরার জন্য যানবাহনে ঝুঁকি না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার দুপুরের আগে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, “সবাই মিলে আমরা যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারি, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর থাকবে।”

ঈদ সামনে রেখে প্রায় ৬০ লাখ লোক ঢাকা ছেড়ে গেছে জানিয়ে তিনি বলেন, “সাধারণ মানুষকে অনুরোধ করছি, ঝুঁকি নিয়ে বাড়ি ফিরবেন না।”

জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তায় বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বসানোর পাশাপাশি ডগ স্কোয়াড ও গোয়েন্দারা কাজ করছেন বলে র‌্যাব প্রধান জানান।

শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার ঈদ করবেন বাংলাদেশের মুসলমানরা। বরাবরের মতো এবারও সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ সকাল সাড়ে ৮টায় এ জামাতে ঈদের নামাজ পড়বেন।

ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াও সকালে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, “ঈদগাহের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ দায়িত্ব পালন করবে। যারা মাঠে আসবেন নিরাপত্তার স্বার্থে তাদের দেহ তল্লাশি করে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে।”

পুরো মাঠে ক্লোজড সার্কিট ক্যামেরায় নজর রাখার পাশাপাশি মাঠের বাইরে পুলিশ মোতায়েন থাকবে বলে জানান তিনি।