মাজার-দরগাহ-খানেকা ছিল মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল

0
81

হযরত আরব ফকির (রহ) ওরশে বক্তারা

ফটিকছড়ি প্রতিনিধি॥
মাজার-দরগাহ-খানেকা ছিল মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থলফটিকছড়ির ধর্মপুরে প্রখ্যাত অলীয়ে কামেল হযরত আরব ফকির শাহ (রহ) এর বার্ষিক ওরশ শরীফ ও মাজারের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্টানের আলোচনা সভায় বক্তারা বলেছেন, যুগে যুগে সমাজ সংষ্কারের জন্য আল্লাহর অলীরা বিভিন্ন স্থানে, গোত্রে এসেছেন। অসংখ্য পীর-মশায়েক-অলীর মাজার খানেকায় ভরপুর বাংলার জমিন। এ দেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় তারা স্ব স্ব হুজরায়, দরগায় মুক্তিযোদ্ধাদের বিজয় নিশান উড়ানোর ফরিয়াদ করেছেন আল্লাহর দরবারে। আর পীর মশায়েকের মাজার-দরগাহ-খানেকা ছিল বাঙ্গালী জাতির সর্বকালের সর্বশ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের নির্ভিক আশ্রয়স্থল।
গতকাল সোমবার মাজার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজের প্রতিষ্টাতা আলহাজ্ব ফখরুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন হাদী নগর দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা শহিদুল আলম আল হাদী, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা আকতার মিয়া। মাওলানা ওমর ফারুক আজমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা আবুল কাশেম জিহাদী, মাওলানা ফরিদুল আলম, মাওলানা সোলাইমান, মাওলানা নুরুল কবির, সমাজ সেবক জামাল পাশা কন্ট্রাকটার, নজরুল ইসলাম শিমুল. ওরশ পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক সাংবাদিক এম এস আকাশ, যুবলীগ নেতা জালাল উদ্দিন, আইয়ুব চৌধুরী, ছাত্রনেতা জামশেদুল আলম শিবলু, ইকবাল হোসেন, ইয়াছিন, রুবেল প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি এই মহান অলীর মাজারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।