মাতৃভক্তির মাধ্যমে আর্দশবান মানুষ হওয়া সম্ভব

0
80

৯ নভেম্বর রাতে বোয়ালখালী কদুরখীলের গ্রামের কৃতি পুরুষ, সমাজসেবী ব্যাংকার বাবু দুলাল কান্তি বড়–য়ার মাতা- সমাজসেবী শিক্ষানুরাগী আর্দশবান মা বির্দশন সাধিকা রানু প্রভা বড়ুয়ার ৭৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক সভা রানু ভবনে অনুষ্টিত হয়। এতে আলোচনায় অংশ গ্রহন করেন কদুরখীল মারজিন বিহারের অধ্যক্ষ ভদন্ত দিপানন্দ স্থবির, ডাঃ অধির বড়ুয়া, দেবাশিষ বড়ুয়া রাজু, পল্টু বড়ুয়া, উৎপল বড়ুয়া, সুমিত চৌধুরী , নিতু বড়ুয়া, রোমা বড়ুয়া, পাপড়ি বড়ুয়া, জুমরি বড়ুয়া, সুদিপ্ত শুভ্র বড়ুয়া, প্রনয় বড়ুয়া, নির্মল বড়ুয়া, একেএম আবু ইউসুফ, সোহেল মোহাম্মদ ফখরুদ- দীন, ব্যাংকার দুলাল বড়ুয়া প্রমুখ। সভার শুরুতে প্রার্থনা ও কেক কেটে ৭৭ তম জন্মদিনের শুচনা করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে রানু প্রভা বড়ুয়ার নিরোগ ও সুস্থতা করে প্রার্থনা করা হয়। সভায় সোহেল মোহাম্মদ ফখরুদ- দীন প্রনিত ও দুলাল বড়ুয়া কতৃক প্রকাশিত প্রাচীন চট্টগ্রামের কালপঞ্জি গ্রন্থ রানুপ্রভা বড়ুয়ার হাতে অর্পন করা হয়। এতে বক্তারা বলেছেন, রানুপ্রভা বড়ুয়া একজন আর্দশবান মাতা। তিনি আমাদের প্রদর্শক। সমাজ কর্ম শিক্ষার জন্য তিনি কাজ করেছেন। আপন ছেলেদের শিক্ষায় আলোকিত করেছেন। আজ তাঁর ছেলেরা মানুষের কল্যানে কাজ করছে। বক্তারা আরো বলেছেন, মাতৃভক্তি পবিত্র। মায়ের ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন আমাদের সকলের পবিত্র দায়িত্ব। নিজ নিজ ঘরে যেন কোন মা অবহেলায় না থাকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।মাতৃভক্তির মাধ্যমে আর্দশবান মানুষ হওয়া সম্ভব। তাই আমাদের সকলের উচিৎ মাকে সম্মান ও মর্যাদা দিয়ে যতেœর সহিত লালন পালন করা। তারাইতো আমাদেরকে প্রথিবীর আলো এনেছে।