মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াই অপরিসীম

0
99

সেলিম উদ্দিন, ঈদগাঁও প্রতিনিধি,
মাদক ও সন্ত্রাসমুক্ত জীবন গঠন করতে হলে ক্রীড়াকে অগ্রাধিকার দিতে হবে। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। ক্রীড়াকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে নিজেরাই একদিন ক্রীড়াবিদ হয়ে উচ্চাসনে যেতে পারে। বিভিন্ন গ্রামেগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলোয়াড়দের সুপ্ত প্রতিভা বিকাশ ঘটানোর লক্ষ্যে কক্সবাজার সদরের ইসলামাবাদ বৃহত্তর খোদাইবাড়ী ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠানে একথা বলেন বক্তারা। ৭ অক্টোবর জুমাবার বিকাল ৪টায় ডুলাফকির (রহঃ) স্টেডিয়ামে অনুষ্ঠিত উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিএফও কক্সবাজার জেলা সভাপতি ফজলুল করিম সাঈদী। উদ্ভোধক ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম, জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হিমু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, স্থানীয় এমইউপি দিদারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার লোক। উক্ত খেলায় উদ্ভোধনী ম্যাচে অংশ গ্রহণ করেন আবু তৈয়ব ক্রীড়া সংস্থা পাহাশিয়াখালী বনাম গজালিয়া খেলোয়াড় সমিতি। খেলায় ২-০ গোলে আবু তৈয়ব ক্রীড়া সংস্থা গজালিয়া খেলোয়াড় সমিতিকে হারিয়েছে। খেলা পরিচালনা করেন ডিএফএ’র রেফারী মিজানুর রহমান, সহকারী ছিলেন মোর্শেদ ও রবি। ধারাভাষ্যে ছিলেন সাকলাইন মোস্তাক। খেলা পরিচালনা কমিটির সভাপতি এম. নাছির উদ্দীন জয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।