`মাদকের অভিশাপ থেকে বাঁচতে সকলকে একযোগে কাজ করতে হবে’

0
65

gf
কাপ্তাই প্রতিনিধিঃ
মাদকের অভিশাপ থেকে বাঁচতে সকলকে একসাথে কাজ করতে হবে, প্রয়োজনে শক্ত হাতে এর দমন করতে হবে। সোমবার কাপ্তাই উপজেলা রেষ্ট হাউজ সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে বক্তারা এ কথা বলেন। বৈঠকে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকলেও, মাদক দ্রব্যর বিকিকিনি ও সেবন কারীদের দৌরাত্বের বিষয়টি তুলে ধরা হয়। মাসিক আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ইউএনও দুলাল চন্দ্র সুত্রধর। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, বিদায়ী ওসি হারুন অর রশীদ চৌধুরী, নব নিযুক্ত ওসি রঞ্জন কুমার সামন্ত, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, নুর নাহার বেগম। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হোসেন রশীদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, পিআইও আবদুস সিদ্দিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, মার্কেটিং কর্মকর্তা মোস্তাক আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপোজ্জল চাকমা, ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমা, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপত হারুনুর রশীদ প্রমুখ।