মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে

0
44

পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশে মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকতে পারে, ধর্মীয় ভাবেও আমরা একেকজন এক এক ধর্মের অনুসারী হতে পারি। কিন্তু সমাজের শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদককে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করা ছাড়া কোন বিকল্প পথ নেই। জনমত তৈরি করা গেলে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক নির্মূল কোন ব্যাপার নয়। এ ব্যাপারে শুধুমাত্র প্রশাসনকে দায়ি করলে হবে না। নাগরিক হিসেবে আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে। পরিবার থেকেই এ দায়িত্ব পালন করতে হবে। তিনি আজ রবিবার দুপুরে পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের উদ্যোগে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও দুর্নীতি বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারজানা পারভিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চসিক আইন শৃংখলা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এইচ এম সোহেল, ইয়াছিন চৌধুরী আশু, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার। এ সময় আরো বক্তব্য রাখেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. ইউনুচ কোম্পানী, যুগ্ম আহবায়ক মো. মুসা, সরকারি সিটি কলেজের সাবেক ভিপি মাসুদ করিম টিটু, মোক্তার হোসেন লিটন, মহানগর যুবলীগ নেতা তারেক সুলতান, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিন, স্থানীয় বায়তুল মামুর জামে মসজিদের খতিব মোহসেন আল হোসাইনি, বাকলিয়া রিডার্স মডেল স্কুলের শিক্ষক আবদুল রহমান রাশেদ ও ছাত্রনেতা রাশেদুল আলম চৌধুরী প্রমুখ। সভার শুরুতে এলাকার স্থানীয় কাউন্সিলর মরহুম এ কে এম জাফরুল ইসলামের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এর পর মেয়র বিএড কলেজ রোডে সরকারি সিটি কলেজের সাবেক ভিপি মাসুদ করিম টিটুর উদ্যোগে এলাকার ৯শত জন দুঃস্থ গরীবের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।