মাদ্রাসা ছাত্রী ধর্ষকের দু’বার যাবজ্জীবন

0
69

মাদ্রাসাপড়ুয়া পঞ্চম শ্রেণীর ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে আবুল হোসেন প্রকাশ আবুল কাশেম নামে একজনকে দু’বার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন।

সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো.রেজাউল করিম এ রায় দেন।

দণ্ডিত আবুল ‍হোসেন বর্তমানে কারাগারে আছেন। তার বাড়ি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের লুইচারপাড়া এলাকায়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি আবুল হোসেন তার প্রতিবেশি দশ বছর বয়সী এক শিশুকে অপহরণ করে। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। মাদ্রাসায় মাহফিল থেকে ফেরার পথে ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে তুলে রাঙামাটির লংগদু পাহাড়ে নিয়ে যায় আবুল হোসেন।

১৭ দিন সেখানে আটকে রেখে তাকে ধর্ষণ করে এই পাষন্ড। এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি শিশুটির বাবা বাদি হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ তাকে লংগদু থেকে উদ্ধার করেন।

ওই মামলায় অভিযোগপত্র দাখিলের পর ২০১২ সালের ৯ জুলাই আসামি আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মোট ১১ জন সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

অপহরণ ও ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ও ৭ ধারায় পৃথকভাবে তাকে দু’বার যাবজ্জীবন দণ্ড দেন আদালত।