‘মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকদের চেষ্টা জরুরি’

0
210

খাগড়াছড়ির রামগড়ে স্বেচ্ছাসেবী সংগঠন পুতুল ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি দেয়া হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ বৃত্তি দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

প্রধান অতিথি বলেন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের চেষ্টা জরুরি। প্রতিযোগিতামূলক বিশ্বে মেধাবী শিক্ষার্থী ও মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই। মেধাবীদের উৎসাহ দিতে ফাউন্ডেশনের তহবিলে এক লাখ টাকা অনুদান করলাম।

সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন রামগড় ইউএনও উম্মে ইসরাত, রামগড় সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদীন, রামগড় সার্কেলের অ্যাডিশনাল এসপি সৈয়দ মোহাম্মদ ফরহাদ, সাবেক জেলা পরিষদ সদস্য মংপ্রু চৌধুরী, রামগড় থানার ওসি তারেক মো. আব্দুল হান্নান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুল ইসলাম, পুতুল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার নিখিল দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কায়সার, প্যানেল মেয়র আহসান উল্লাহ,রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক রামেশ্বর শীল প্রমুখ।

সভায় শেষে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

২০১৮ সালের ১৪ জুলাই ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার নিখিল দেবনাথ, বিনামূল্যে শিক্ষা চিকিৎসা ও স্বাস্থ্যসেবা জন্য পুতুল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।